ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী গ্রেপ্তার

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ আগস্ট পরবর্তী দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতকর করা হয়।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল চারটার দিকে জেলা শহরের মিলনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।  

প্রদীপ চৌধুরী দৈনিক সমকাল এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বে রয়েছেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।  

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলাসহ খাগড়াছড়ি সদর থানার দুই মামলায় এজাহারভুক্ত আসামি প্রদীপ চৌধুরী। এছাড়াও তার বিরুদ্ধে জেলার পানছড়ি এবং মানিকছড়ি থানায় মামলা রয়েছে। শনিবার (২৬ অক্টাবর) আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এদিকে এক বিবৃতিতে প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। বিবৃতিতে সংগঠনটির সাধারণ সম্পাদক সৈকত চাকমা বলেন, প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো উদ্দেশ্যমূলক, সাজানো, কল্পনাপ্রসূত ও বিশেষ একটি মহল করিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, একজন নাগরিক হিসেবে যে কেউ যেকোন আদর্শ লালন পালন করার অধিকার রাখেন। এটা সাংবিধানিক। তিনি একটি নির্দিষ্ট আদর্শ লালন করেন বলেই তার বিরুদ্ধে এই হয়রানিমুলক মামলা দায়ের করা হয়েছিল।

বিবৃতিতে অবিলম্বে প্রদীপ চৌধুরীর দ্রুত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।