ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে দুদকের তলব

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে দুদকের তলব

ঢাকা: অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

রোববার (২৭ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ অক্টোবর দুপুর ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।  

তলবি নোটিশে বলা হয়, শরীফ আহমেদ, সাবেক সংসদ সদস্য, ময়মনসিংহ-২ ও সাবেক প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ঢাকা এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।

এমতাবস্থায়, আগামী ৩০ অক্টোবর দুপুর ১২টায় দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকায় উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এর আগে অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য টিম লিডার করে মো. মনজুরুল ইসলাম মিন্টু, উপসহকারী পরিচালক (সদস্য) ও মো. মিজানুর রহমান, উপসহকারী পরিচালক (সদস্য) এর সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।