ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুর সীমান্তে ৩১ জন আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
মহেশপুর সীমান্তে ৩১ জন আটক 

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাতায়াতের সময় ৩১ জনকে আটক করেছে বিজিবি।  

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া ও বাঘাডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।

এর আগে রোববার রাতে আটক করা হয় আটজনকে।  

আটক ৩১ জনের মধ্যে পাঁচ শিশু, সাতজন পুরুষ ও ১৯ জন নারী রয়েছেন। তাদের বাড়ি বরিশাল, নড়াইল, রাজবাড়ি, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রামে। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ঝিনাইদহ মহেশপুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ এ তথ্য নিশ্চিত করে জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় দুই নারীকে আটক করা হয়েছে। তাদের সীমান্ত মানবপাচার প্রতিরোধ বিষয়ক আইন ও ভিকটিম চিহ্নিত করণ সংস্থা যশোর জাস্টিস অ্যান্ড  কেয়ারে হস্তান্তর করা হয়েছে। অক্টোবর মাসে এ পর্যন্ত ২৫৫ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করল ৫৮ বিজিবি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।