ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে বিদেশি পিস্তলসহ ২ ডাকাত গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
নরসিংদীতে বিদেশি পিস্তলসহ ২ ডাকাত গ্রেপ্তার

নরসিংদী: নরসিংদীতে প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

গ্রেপ্তাররা হলেন- নরসিংদী সদর থানার সাটিরপাড়ার বকুলতলা এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫) ও চৌয়ালা এলাকার বাসেদ মিয়ার ছেলে রুবেল (২৩)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সদর থানার ব্রাহ্মনপাড়া এলাকার পাথরঘাট বালুর মাঠে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. গাফফার পিপিএম, মোজাম্মেল হক, পিএসআই মো. জুয়েল রানাসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে সনেট ও রুবেলকে হাতেনাতে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি, একটি চাপাতি এবং ঘটনাস্থল থেকে ছোড়া জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদকালে তারা ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছে বলে স্বীকার করেন। এসময় তারা তাদের সহযোগী পলাতক আরও ১৩ জন আসামির নাম প্রকাশ করেন।

তিনি আরও জানান, আসামি সনেটের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁদাবাজি, দ্রুত বিচার ও মাদক মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।