ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপদ অভিবাসনে জোর অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
নিরাপদ অভিবাসনে জোর অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা: অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র, শিল্প, সাইবার নিরাপত্তা, অভিবাসন ও বহুসংস্কৃতিবিষয়ক মন্ত্রী টনি বার্ক বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা অস্ট্রেলিয়ার মন্ত্রীকে তার বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান।

তিনি ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট ও চেতনা সম্পর্কে আলোচনা করেন।  

জনগণের বিশেষ করে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন উপদেষ্টা।

টনি বার্ক উল্লেখ করেন, অস্ট্রেলিয়ার বাংলাদেশি সম্প্রদায় এবং বিশেষ করে তার ভোটারদের বাংলাদেশের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের প্রতি জোরালো সমর্থন রয়েছে।  

তিনি কার্যকর সংস্কারের মাধ্যমে অতীত সংশোধন এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের প্রচেষ্টা সম্পর্কে তার সরকারের আস্থার কথা জানান।  

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপদ ও নিয়মিত অভিবাসনের প্রচারের সঙ্গে সঙ্গে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পররাষ্ট্র উপদেষ্টা তার অবস্থানের সঙ্গে একমত হন এবং নিয়মিত অভিবাসনের সুবিধার্থে উভয়পক্ষের কার্যকর উদ্যোগের ওপর জোর দেন। তিনি অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য টনি বার্ককে ধন্যবাদ জানান।  

বাংলাদেশ ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্য, অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানে বর্ধিত ছাত্র ভর্তির জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান তৌহিদ হোসেন। উভয়পক্ষই অস্ট্রেলিয়ার আউটসোর্সিং সেক্টরে বাংলাদেশি আইটি বিশেষজ্ঞদের ক্রমবর্ধমান উপস্থিতি তুলে ধরেন।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতার কথা স্বীকার করেন।  রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ানোর আহ্বান জানান তিনি।  
তৌহিদ হোসেন বলেন, ওই সমস্যার একমাত্র সমাধান হলো নিরাপদ পরিবেশে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তন।  

বৈঠকে অন্যদের মধ্যে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী ও মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) মোহাম্মদ নূরে-আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
টিআর/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।