ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় প্রতিপক্ষের হামলায় গার্মেন্টস ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
কুমিল্লায় প্রতিপক্ষের হামলায় গার্মেন্টস ব্যবসায়ী নিহত

কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রতিপক্ষের হামলায় স্বপন আহমেদ (৪০) নামের এক গার্মেন্টস ব্যবসায়ী নিহত হয়েছেন।  

শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুরের বাল্লক এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত স্বপন আহমেদ বাল্লক এলাকার সুলতান আহমেদের ছেলে।

স্বপন আহমেদের ভাই আক্তার হোসেন জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কইখলা এলাকায় তার চাচাতো ভাই শাহজালালের সঙ্গে পাশের রামচন্দ্রপুর এলাকার সালাউদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরের দিকে সালাউদ্দিন ও তার স্বজন আবুল হোসেন, আনোয়ার, উজ্জ্বল, দেলোয়ার হোসেন, জহির উদ্দিন, মো. রহমতুল্লাহ, রবিউল হাসান ও আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন শাহজালালের বাড়িতে হামলা চালায়। এসময় শাহজালাল বাড়িতে ছিলেন না।

হামলাকারীদের দেখে বাড়ির পাশের বাগানে তার ভাই মোফাজ্জল হোসেন সোহেল ও তার চাচাতো ভাই স্বপন আহমেদ লুকিয়ে থাকেন। হামলাকারীরা সেখানে গিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় শাহজালালের ভাই মোফাজ্জল হোসেন সোহেল ও স্বপন আহমেদকে হামলাকারীরা কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ( এসআই) আনিসুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য 
স্বপনের মরদেহ কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।