ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাগের ভেতরে মিলল নবজাতকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
ব্যাগের ভেতরে মিলল নবজাতকের মরদেহ

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ক্যান্টিনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে এক নবজাতকের মরদেহ। তবে একটি ব্যাগের ভেতর ছিল ওই নবজাতকের মরদেহ।

সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, হাসপাতালের পুরাতন ভবনের জরুরি বিভাগ থেকে নতুন ভবনে যেতে তৃতীয় শ্রেণির কর্মচারীদের ক্যান্টিনের পাশে নবজাতকের মরদেহটি পড়েছিল। নবজাতকটির আনুমানিক বয়স হবে একদিন।

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত ও মরদেহ উদ্ধারের জন্য শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।