ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে দুই অটোরিকশার সংঘ‌র্ষে শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
টাঙ্গাইলে দুই অটোরিকশার সংঘ‌র্ষে শিক্ষক নিহত শিক্ষক আব্দুল আলীম: ফাইল ফটো

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভুঞাপু‌রে সিএন‌জিচা‌লিত অটোরিকশা ও ব‌্যাটা‌রিচা‌লিত অটো‌রিকশার সংঘ‌র্ষে আব্দুল আলীম নামে এক শিক্ষক‌ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও ছে‌লে আহত হ‌য়ে‌ছেন।

তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্প‌তিবার (৭ ন‌ভেম্বর) সকা‌লে টাঙ্গাইল-তারাকা‌ন্দি আঞ্চ‌লিক সড়‌কের উপ‌জেলার কাগমারীপাড়া ব্রিজের কা‌ছে এ ঘটনা ঘ‌টে।

নিহত শিক্ষক আব্দুল আলীম ভূঞাপুর প্রভাতী কিন্ডারগা‌র্টেনের শিক্ষক এবং উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কদ্দুসের ছেলে।

প্রভাতী কিন্ডারগা‌র্টেনের শিক্ষক এম‌কে হা‌তেম জানান, ওই শিক্ষক টাঙ্গাইলের বাসা থে‌কে সিএন‌জি‌যো‌গে ভুঞাপুর যা‌চ্ছিলেন। এ সময় কাগমারীপাড়া ব্রিজ এলাকায় এক‌টি ব‌্যাটা‌রিচা‌লিত অটো‌রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় আলীম এবং তার স্ত্রী ও সন্তান আহত হয়। গুরুতর আহত হন আলীম। এতে অতিরিক্ত রক্তক্ষর‌ণের কার‌ণে হাসপাতা‌লে নেওয়ার পর তার মৃত‌্যু হয়। এছাড়া তার স্ত্রী ও সন্তান প্রাথ‌মিক চি‌কিৎসা নেন।  

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালের পুলিশ বক্সের এএসআই আলমগীর জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।