ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভারারুল বটতলা এলাকায় এক মুদি দোকানের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

নিহত হলেন, গাজীপুর সিটি করপোরেশনের ভারারুল বটতলা এলাকার আজিম উদ্দিনের ছেলে হযরত আলী (৩৮)।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, ভারারুল বটতলা এলাকায় বাড়ির পাশে নিজের জায়গায় মুদি দোকানে ব্যবসা করেন হযরত আলী। দুইমাস আগে নিজের জমিতে স্থাপনা করতে চাইলে স্থানীয় মাসুদ দেওয়ান ও তার সহযোগীরা চাঁদা দাবি করে। ওই সময় হযরত আলী চাঁদা দিতে অস্বীকার করে। একপর্যায়ে স্থাপনা তৈরি করার সময় মাসুদ দেওয়ান ও আলীমসহ ৫-৬ এসে মিস্ত্রির হাতে কোপ দিয়ে আহত করে। এ ঘটনায় হযরত আলী  থানায় তাদের নামে অভিযোগ করে। এরপর থেকে বিভিন্ন সময় হযরত আলীকে হুমকি দিয়ে আসছিল। রোববার বিকেলে হযরত আলী দোকানে বসে ছিলেন। এমন সময় মাসুদ তার লোকজন নিয়ে হযরত আলীর ওপর দেশীয় অস্ত্রসহ আক্রমণ করে এবং দোকানের ক্যাশে হাত দিয়ে টাকা লুট করার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তাকে চাকু দিয়ে আঘাত করলে তার গলায় লাগে। এতে তিনি দোকানের মধ্যেই অচেতন হয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে হযরত আলীকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪।
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।