ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধর্মঘর সীমান্তে বিদেশি মুদ্রাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
ধর্মঘর সীমান্তে বিদেশি মুদ্রাসহ আটক ২

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিদেশি মুদ্রাসহ দুই নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়ন থেকে তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

আটকরা হলেন, কুমিল্লার হোমনা উপজেলায় চন্ডিপুর গ্রামের অনিল দাসের ছেলে পলাশ দাস (৩০) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধীতপুর গ্রামের চিত্ত কর্মকারের স্ত্রী ববিতা কর্মকার (৫০)।

বিজিবির বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার পলাশ ও ববিতা আলাদাভাবে মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন। বিজিবি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

পলাশের কাছ থেকে ২৪২ ইউএস ডলার, ৫০ ইউরো, মালদ্বীপের ১ হাজার ৩৫ রুপি, বাংলাদেশি ৪ হাজার ৪৩০ টাকা, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ববিতার কাছে পাওয়া গেছে, ১ হাজার ১২০ ভারতীয় রুপি, বাংলাদেশি ৬০ হাজার ৯৬২ টাকা ও একটি মোবাইল ফোন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় আটক দু’জনের নামে পাসপোর্ট আইনে আলাদা দুটি মামলা দায়ের করেছে বিজিবি। তাদের কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।