ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলাবাগান সীমান্তে মা-ছেলেসহ আটক তিন  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
কলাবাগান সীমান্তে মা-ছেলেসহ আটক তিন
 

হবিগঞ্জ: বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করার সময় মা-ছেলেসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের টহল দল বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ-ভারত সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুনারুঘাট উপজেলার কলাবাগান এলাকা থেকে তাদের আটক করে।


 
আটকরা হলেন- কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় সাপান্ত গ্রামের শৈলেন দাস (৪৭), তার মা বনলতা রাণী (৬০) ও তার ছেলে অয়ন দাস (১৯)।
 
বিজিবি জানায়, একই পরিবারের সদস্য ওই তিনজন চুনারুঘাটে টেকেরঘাট গ্রামের বাসিন্দা মানবপাচারকারী জামালের মাধ্যমে টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশ করছিলেন। সীমান্ত অতিক্রম করার সময় তাদের আটক করা হয়েছে।
 
আটক তিনজনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হবে এবং মানবপাচারকারী জামালকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
 
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।