ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অদক্ষ আয়া-নার্স দিয়ে সন্তান প্রসব, মাথা থেঁতলে নবজাতকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
অদক্ষ আয়া-নার্স দিয়ে সন্তান প্রসব, মাথা থেঁতলে নবজাতকের মৃত্যু 

জামালপুর: জামালপুরে চিকিৎসকের অনুপস্থিতিতে একটি বেসরকারি হাসপাতালের অদক্ষ নার্স ও আয়ার দিয়ে স্বাভাবিক প্রসবের সময় নবজাতকের মাথা থেঁতলে মৃত্যুর অভিযোগ উঠেছে।  

বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা দিকে জামালপুর শহরে বেসরকারি একটি হাসপাতালে নাকিব উদ্দিন হাসপাতালে এ ঘটনা ঘটে।

 

নবজাতকের স্বজনদের সূত্রে জানা গেছে, সকাল ১১টা দিকে জামালপুর পৌরসভার তেতুলিয়া এলাকার মারুফ হোসেন স্ত্রী রূম্পা মনি মিম (২৪) প্রসব বেদনা নিয়ে নকিব উদ্দিন হাসপাতালে ভর্তি হন। কিন্তু ওই সময় হাসপাতালে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। সেই সুযোগে হাসপাতালের অদক্ষ নার্স ও আয়ারা প্রসূতির স্বাভাবিক প্রসবের দায়িত্ব নেন। দুপুর ১২টা দিকে রুম্পাকে হাসপাতালে অপারেশন থিয়েটার কক্ষে নিয়ে যান। প্রায় ৪ ঘণ্টা এক নার্স ও আয়া স্বাভাবিক প্রসবের চেষ্টার পর নবজাতককে টেনে-হিঁচড়ে বের করার সময় শিশুটি মাথা থেঁতলে যায়। ফলে সদ্যোজাত শিশুটির মৃত্যু হয়।

হাসপাতালে পরিচালক ও এনেসথেসিয়া বিভাগের চিকিৎসক শামসুজ্জামান বলেন, ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক নারী। চিকিৎসক হিসেবে আমি ছিলাম। আমরা বার বার বলছি, সিজার করলে ভালো হয়। তারা বলছেন নরমাল ডেলিভারি করতে। মৃত বাচ্চা প্রসব হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, নবজাতকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা,নভেম্বর ১৪, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।