ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে ব্যবসায়ীদের পলিথিন বর্জনের ঘোষণা, বিকল্প ব্যাগ সরবরাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
নাটোরে ব্যবসায়ীদের পলিথিন বর্জনের ঘোষণা, বিকল্প ব্যাগ সরবরাহ

নাটোর: নাটোরে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বর্জনের ঘোষণা দিয়ে প্রায় পাঁচ শতাধিক বিকল্প ব্যাগ সরবরাহ করেছেন স্থানীয় নিচাবাজার ব্যবসায়ী ইউনিট। একই সঙ্গে ক্ষতিকর পলিথিন আর নয় ব্যাতিক্রমী এই স্লোগান নিয়ে নিজেদের অঙ্গনে প্রচারাভিযান চালিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে নাটোরের নিচাবাজার এলাকায় পলিথিনের ব্যবহার রোধে বাজারে জনসচেতনতায় পথসভা ও র‍্যালির মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, পরিবেশ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, নিচাবাজার ব্যবসায়ী ইউনিটের সভাপতি সাইফুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক রাশেদুল শাহ রিপন সহ নীচাবাজার ব্যবসায়ী ইউনিটের শোভাযাত্রায় ব্যবসায়ীবৃন্দ ছাড়াও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।

এসময় পলিথিনের বিকল্প পাঁচশ ব্যাগ ক্রেতাদের মাঝে বিতরণ করা হয়। পাশপাশি তারা ভোক্তাদের ব্যাগ সরবরাহ করেন এবং কোন ধরনের পলিথিন ব্যাগ ব্যবহার না করতে মাছ,সবজিসহ সব ধরনের ব্যবসায়ীদের নির্দেশনা দেন। দুই দিনব্যাপী এ কর্মসূচিতে দুই হাজার সরবরাহ করা হবে বলে কর্মসূচি থেকে জানানো হয়।

পলথিন ব্যবহার বর্জনে পথসভায় নিচাবাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলেন, বাজারে পলিথিন ব্যবহার বন্ধ হচ্ছে কিনা তা নিয়মিত নজরদারি করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পরিবেশের সুরক্ষা প্রদানে ব্যবসায়ীদের এই উদ্যোগ প্রশংসার দাবীদের। এই উদ্যোগ সারাদেশে অনুকরণীয়। আশাকরি সকল পর্যায়ে এর সুফল পাওয়া যাবে।

এদিকে, গতকাল বৃধবার (১৩ নভেম্বর) নাটোরের বিভিন্ন বাজারে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন জব্দে অভিযান চালিয়ে নাটোরের আট ব্যবসায়ীকে সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা করেছে, বাজার মনিটরিং টাক্সফোর্সের কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১৪,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।