ঢাকা: আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস একসঙ্গে উদযাপনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ বলেন, প্রতিবছর ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পৃথকভাবে উদযাপন করা হয়। দিবস দুটি উদযাপনের উদ্দেশ্য একই ধরনের এবং ব্যবধান মাত্র ১২ দিন।
স্বল্প সময়ের ব্যবধানে দিবস দুটি পৃথকভাবে উদযাপন করা হলে অনেক শ্রমঘণ্টা ও অতিরিক্ত সরকারি অর্থের প্রয়োজন হয়। দিবস দুটি একসঙ্গে উদযাপন করা হলে শ্রমঘণ্টা সাশ্রয়সহ সরকারি অর্থের ব্যয় সংকোচন করা সম্ভব হবে। এ বিষয়সমূহ বিবেচনায় এ দুই দিবস একই দিনে অর্থাৎ প্রতিবছর ১৮ ডিসেম্বর তারিখে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস একই দিনে অর্থাৎ প্রতিবছর ১৮ ডিসেম্বর তারিখে দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে। সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা রক্ষার্থে মন্ত্রণালয়, বিভাগসমূহের স্ব স্ব অধিক্ষেত্রে সমধর্মী জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবস উদযাপনকে প্রাধান্য দিয়ে সমধর্মী জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ একই তারিখে একত্রে পালন করার বিষয়ে উপদেষ্টা পরিষদ নির্দেশনা দিয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
জিসিজি/এমজে