ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফিজিতে নিহত রায়হানের পরিবার পাচ্ছে ৪০ লাখ টাকা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
ফিজিতে নিহত রায়হানের পরিবার পাচ্ছে ৪০ লাখ টাকা

ঢাকা: গাড়ির চাকা বিস্ফোরণে নিহত মো. রায়হান আলীর পরিবারকে ৭৫ হাজার ফিজিয়ান ডলার বা ৪০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিজি সরকার।

নিহত রায়হান ফিজির ডিজাইন ইঞ্জিনিয়ারিং পিটিই লিমিটেডে কর্মরত ছিলেন।

নিহত রায়হানের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

গত বছরের ২৭ জুন গাড়ির চাকা বিস্ফোরণে রায়হানের মৃত্যু হয়। পরে বাংলাদেশ হাইকমিশন তার মৃত্যুজনিত ক্ষতিপূরণ দেওয়ার জন্য ফিজি সরকারকে অনুরোধ জানায় এবং এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখে। এ অর্থ নিহত রায়হানের বাবাকে দেওয়া হবে। মৃত্যুর পর পরিবারের সম্মতিতে রায়হানকে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফিজিতে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।