ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে জেলার মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় দুজন (ট্রাকচালক ও হেলপার) ও সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এক পথচারী নিহত হন।

 

নিহতরা হলেন- ট্রাকচালক সুমন মিয়া (৪০) ও পথচারী আবুল কাশেম (৭৫)। তবে হেলপারের নাম জানা যায়নি।  

এদের মধ্যে সুমন গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্রামের সামছুল আলমের ছেলে এবং সদর উপজেলার ভবানীগাছী দেওয়ান পাড়া গ্রামের বাসিন্দা কাশেম।

ভীমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে খড় বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী দিকে যাচ্ছিল। পথে মঙ্গলবার ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও তার হেলপার নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হেলপারের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নওগাঁ সদর মডেল থানার এসআই আবু তাহের বলেন, সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার একপাশ দিয়ে হেঁটে বালুডাংগা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ আবুল কাশেম। এ সময় নওগাঁ শহর অভিমুখী একটি পিকআপভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পিকআপভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।