ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৩০ জনের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন।

এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালেশিয়া গ্রিস ও কম্বোডিয়ার প্রতিনিধিরা ছিলেন।

তারা প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবির বিষয়ে সংক্ষেপে আলোচনা করেন। লিখিতভাবে তাদের বক্তব্য ও দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন তারা।  

প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ও প্রবাসে বসবাসরত বিভিন্ন বিশেষজ্ঞরা কীভাবে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে পারে এ ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশিজের প্রেসিডেন্ট শিক্ষাবিদ ড. হাসনাত হোসাইন এম বি ই’র প্রচেষ্ঠা ও যোগাযোগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনুসের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

ড. হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে বাংলাদেশে আসতে না পারায়  প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মাহিদুর রহমান।

সংগঠনের সভাপতি ড. হাসনাতের লিখিত বক্তব্য ড. ইউনূসের সামনে পড়ার মাধ্যমে সভা শুরু হয়।

প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সঙ্গে আলোচনার সূত্রপাত হলো। সময়ের স্বল্পতায় অনেক কথা বলা হলো না। ছোট করে শুনলাম। লিখিত চিঠি থেকে বিস্তারিত জানব। এগুলো নিয়ে পরে আলোচনা হবে।

যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি জুলাই গণঅভ্যূত্থানের অমর স্মৃতি রাজপথের দেয়াল গ্রাফিতির একটি স্মারক গ্রন্থ তার অটোগ্রাফসহ ড. হাসনাতের জন্য হস্তান্তর করেন।

সভায় আরও ছিলেন সংগঠনের ডিজি ও লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ আহমদ, ডিরেক্টর লিগ্যাল অ্যাফেয়ার্স ব্যারিস্টার নজরুল খসরু, ডিরেক্টর মিডিয়া অ্যাফেয়ার্স কে এম আবু তাহের চৌধুরী, ডিরেক্টর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শামসুল আলম লিটন, ডিরেক্টর একাডেমিক অ্যাফেয়ার্স আবদুল কাদির সালেহ, ডিরেক্টর কমিউনিটি  অ্যাফেয়ার্স আবদুল লতিফ জে পি, এক্সিকিউটিভ ডিরেক্টর শরাফত হোসেন বাবু, এক্সিকিউটিভ ডিরেক্টর ড. হোমায়ের  চৌধুরী, ব্যারিস্টার নজির আহমদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মাহবুব আলম শাহ, এক্সিকিউটিভ ডিরেক্টর ব্যারিস্টার আফজাল জামি, ডা. সারওয়াত বারী, নিউরো কনসালট্যান্ট ডা. আহসান মহম্মদ হাফিজ, আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার জিয়া উদ্দিন, মাওলানা এ কে মওদুদ হাসান, মিসেস দিলরুবা আজিজ, গুলাম আরহাম, ইকরাম, মো. রাকিব হোসাইনসহ অনেকে।

তারা শিক্ষা, স্বাস্থ্য, জুডিশিয়ারি, প্রবাসীদের সমস্যা ও দাবি, স্থানীয় সরকার, আন্তর্জাতিক সম্পর্ক, ইনভেস্টমেন্ট, এনার্জি সেক্টর ও পানি ব্যবস্থাপনাসহ মোট ১২টি বিষয় তুলে ধরেন  এবং তাদের রিসার্চ প্রপোজাল ও রিকমেন্ডেশনের হান্ডাউট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।