ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি বিল্লাল গাজীপুরে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি বিল্লাল গাজীপুরে গ্রেপ্তার

নড়াইল: নড়াইল সদরের গোবরা এলাকা থেকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আসামি বিল্লাল শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে তাকে গাজীপুর জেলার গাছা থানার কুনিয়া তারাগাছা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শুক্রবার সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

গ্রেপ্তার ওই আসামির নাম বিল্লাল শেখ (৫০)। তিনি সদর উপজেলার গোবরা এলাকার নওফেল শেখের ছেলে।  গত ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে সদরের গোবরা বাজার এলাকা থেকে তাকে তার স্বজনেরা ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার গোবরা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি বিল্লালকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় আসামিকে থানায় নেওয়ার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেয় আসামির লোকজনরা। এ সময় আসামি বিল্লালের সমর্থক রাজীব মোল্লার নেতৃত্বে শতাধিক লোক সেখানে এসে পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার পরেরদিন আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় নড়াইল সদর থানায় একটি মামলা হয়। এরপর তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করে জেলা পুলিশের একাধিক টিম। এক পার্যায়ে শুক্রবার ভোরে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ওই আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এর আগে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। এছাড়া পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেওয়া মোটরসাইকেল দুইটিও জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।