ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কারওয়ান বাজারে বাইকের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
কারওয়ান বাজারে বাইকের ধাক্কায় নিহত ১

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক শাকিল হোসেন (২১) গুরুতর আহত হয়েছেন।



রোববার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অজ্ঞাত ব্যক্তিকে রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মোটরসাইকেল আরোহী আইয়াফ রহমান আদি জানান, তাদের বাসা তেজগাঁওয়ের শাহীনবাগ এলাকায়। তারা রাতে শাহীনবাগ থেকে মোটরসাইকেল চালিয়ে শাহবাগ যাচ্ছিলেন। পথে কারওয়ানবাজার এলাকায় পৌঁছালে হঠাৎ করে ওই ব্যক্তি মোটরসাইকেলের সামনে চলে আসে। এ সময় মোটরসাইকেল ব্রেক করলে ওই ব্যক্তি ও শাকিল ছিটকে পড়ে যায়। পরে দ্রুত তাদের উদ্ধার ঢামেক হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত ওই ব্যক্তি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারওয়ান বাজার থেকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।