ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের জন্য বিপজ্জনক গাজা, তালিকায় বাংলাদেশও: আরএসএফ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
সাংবাদিকদের জন্য বিপজ্জনক গাজা, তালিকায় বাংলাদেশও: আরএসএফ

ঢাকা: বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ও অঞ্চলের তালিকায় রয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

আরএসেফের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনের সময় ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে বাংলাদেশে প্রাণ হারিয়েছেন পাঁচজন সাংবাদিক।

এতে আরও বলা হয়েছে, সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান ফিলিস্তিনের গাজা উপত্যকা। ২০২৪ সালে মোট নিহত সাংবাদিকদের ৩০ শতাংশই ইসরায়েলি বাহিনীর হাতে সেখানে প্রাণ হারিয়েছেন।

২০২৩ সালে অক্টোবরের পর থেকে ফিলিস্তিনে ১৪৫ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে ৩৫ জন সাংবাদিককে সংবাদ সংগ্রহের সময় হত্যা করা হয়।

গত পাঁচ বছরে অন্য যেকোনো দেশের চেয়ে এ বছর ফিলিস্তিনে নিহত সাংবাদিকের সংখ্যা বেশি। প্রতিবেদনে এই হত্যাযজ্ঞকে ‘নজিরবিহীন রক্তস্নান’ হিসেবে অভিহিত করা হয়।

আরএসএফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় ফিলিস্তিনের পরই পাকিস্তান। সেখানে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এর পরের দুটি নাম হলো বাংলাদেশ ও মেক্সিকো। দুই দেশেই পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন।

বিশ্বে ৫৫ জন সাংবাদিক এই মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন। জিম্মিদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক রয়েছেন। ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন। নতুন করে এই তালিকায় এ বছর চারজন অন্তর্ভুক্ত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরের পর থেকে সবচেয়ে বেশিসংখ্যক সাংবাদিককে আটক করেছে ইসরায়েল। দেশটি সাংবাদিকদের জন্য তৃতীয় বৃহত্তম জেলখানায় পরিণত হয়েছে।  

বর্তমানে চীনে সবচেয়ে বেশি ১২৪ জন, মিয়ানমারে ৬১ জন, ইসরায়েলে ৪১ জন এবং বেলারুশে ৪০ সাংবাদিক আটক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।