ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

‘হেলমেট বাহিনী’র সেই যুগের অবসান ঘটেছে: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
‘হেলমেট বাহিনী’র সেই যুগের অবসান ঘটেছে: ডিএমপি কমিশনার

ঢাকা: ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ‘হেলমেট বাহিনী’র সেই যুগের অবসান ঘটেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, অতীতে কয়েকটি আন্দোলনে সাংবাদিকদের ওপর হেলমেট বাহিনীর হামলার ঘটনা ঘটে। সেসব ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছিল। কিন্তু সুরাহা হয়নি। সে যুগেরও অবসান ঘটেছে। হেলমেট বাহিনীরও অবসান ঘটেছে।  

পুলিশের সাংবাদিক নির্যাতনের অভিযোগ নিয়ে তিনি বলেন, আমরা তো সেবা করতে চাই। সাংবাদিকদের ওপর হামলা কেন করব? শুধু সাংবাদিক কেন, কোন মানুষকেই তো পুলিশ নির্যাতন করতে পারে না, কারো ওপর হামলা করতে পারে না।

ডিমপি কমিশনার ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এরকম কোন ঘটনা যদি ঘটে থাকে বা ঘটে তাহলে আমার নজরে আনবেন আমি তদন্ত করবো, ব্যবস্থা নেব। আমি ডিএমপি কমিশনার হিসেবে গত জুলাই-আগস্টে ধ্বংসযজ্ঞ, নানা ধরনের ক্ষতিকর কাজের জন্য ঢাকাবাসীর কাছে আমি ক্ষমাপ্রার্থী।

আরও পড়ুন: বড়দিনে চার্চ থাকবে নিরাপত্তার চাদরে, থার্টি ফার্স্টে আইডি ছাড়া ঢোকা যাবে না ঢাবিতে

তিনি বলেন, আমরা নতুন করে ঢাকাবাসীকে সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। জুলাই-আগস্টের ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ায় ঢাকাবাসীর জীবন ও সম্পদ অনিরাপদ হয়ে যায়। আমি আশ্বস্ত করতে চাই, আমার সহকর্মীদের নিয়ে সবার সহযোগিতায় ঢাকাবাসীর জানমালের হেফাজত করে যাব।  

ডিএমপি কমিশনার বলেন, আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর এবং ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে অনেক জায়গায় বহু মানুষের সমাগম হবে। আশা করি, ঢাকাবাসী অনেক আনন্দের সাথে নিরাপদভাবে দিনগুলো উদযাপন করবে। এখন পর্যন্ত এসব দিন কেন্দ্র করে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, কোনো আশঙ্কা নেই।  

ক্র্যাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্র্যাব পরিবারের ছয় সদস্যের সন্তানকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় বৃত্তি দেওয়া হয়। এ ছাড়া ক্র্যাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে ৩২ জনকে পুরস্কৃত করা হয়।  

ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। উপস্থিত ছিলেন, ক্র্যাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক দিপন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেহাল হাসনাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর  ১২, ২০২৪
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।