ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকা-গাজীপুর রুটে চালু হলো দুই জোড়া কমিউটার ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
ঢাকা-গাজীপুর রুটে চালু হলো দুই জোড়া কমিউটার ট্রেন

গাজীপুর: ঢাকা থেকে গাজীপুর রুটে চালু হলো দুই জোড়া কমিউটার ট্রেন। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান।

এসময় উপস্থিত ছিলেন- রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ডিজি আফজাল হোসেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিনসহ অনেকে।

উপদেষ্টা ফাওজুল করিম খান বলেন, বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা-জয়দেবপুর কম্পিউটার ট্রেনটি চালু করা হলো। এর  উদ্দেশ্য হলো গাজীপুর থেকে আপনারা যেন ঢাকায় অফিস করে ফিরতে পারেন। আমরা সব শ্রেণীর জন্য যাতায়াতের ব্যবস্থা রেখেছি। এখন অল্প সময়ের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। এরপর ঢাকা-নরসিংদী ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও কমিউটার ট্রেন চালু করা হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, তুরাগ কমিউটার ট্রেনগুলো ঢাকা থেকে ছাড়ার সময় ভোর ৫টা এবং জয়দেবপুর পৌঁছানোর সময় সকাল ৬টা। বিরতি থাকবে বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে।

জয়দেবপুর কমিউটার ট্রেন ঢাকা থেকে ছাড়বে ৫টা ২৫ মিনিটে আর জয়দেবপুর পৌঁছাবে ৬টা ২৫ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। আবার জয়বেদপুর থেকে তুরাগ কমিউটার ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং ঢাকা পৌঁছাবে সকাল ৭টা ৪০ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর, ধীরাশ্রম ও টঙ্গী স্টেশনে। আর জয়দেবপুর কমিউটার জয়দেবপুর থেকে ছাড়বে ৭টা ১০ মিনিটে ও ঢাকায় পৌঁছাবে ৮টা ২৫ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। এই ট্রেন আবার ঢাকা থেকে ছেড়ে যাবে বেলা ১১টায় ও পৌঁছাবে ১২টায়। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। একই স্টেশনে বিরতি দিয়ে জয়দেবপুর কমিউটার জয়দেবপুর ছাড়বে সাড়ে ১২টায় ও ঢাকায় পৌঁছাবে দুপুর ১টা ৪০ মিনিটে।

অন্যদিকে, তুরাগ কমিউটার বিকেল ৫টা ২০ মিনিটে জয়দেবপুর ছাড়বে ও ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। আবার ঢাকা ছাড়বে রাত ৯টা ৪৫মিনিটে ও জয়বেদপুর পৌঁছাবে রাত ১১টা ১৫ মিনিটে। তুরাগ কমিউটারের সাপ্তাহিক ছুটি শুক্রবার। এই ট্রেনগুলোর টিকিট শুধু নির্দিষ্ট স্টেশন থেকে ইস্যু করা হবে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।