ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে মোটরসাইকেলে পিকআপভ্যানের ধাক্কা, ইমাম-মুয়াজ্জিন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
মধুপুরে মোটরসাইকেলে পিকআপভ্যানের ধাক্কা, ইমাম-মুয়াজ্জিন নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাবিল উদ্দিন।

 

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে মধুপুর পাহাড়ি বনাঞ্চলে কাকরাইদের  বড়বাইদ এতিমখানা সংলগ্ন টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুরের হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুরের হাফেজ হাসান সিরাজী (১৮)। তারা বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিলেন।  

তাদের মধ্যে হাসান সিরাজী মধুপুর উপজেলার কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদের মোয়াজ্জিন এবং হাবিবুর ইমামতির দায়িত্ব পালন করতেন।  

স্থানীয়রা জানায়, হাবিব ও হাসান ভোরে মাদরাসা থেকে  মোটরসাইকেলে করে মসজিদে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের ধাক্কায় তারা গুরুতর আহত হন। এ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। ভোরে ঘন কুয়াশা পড়ায় রাস্তাঘাটে কিছুই দেখা যাচ্ছিল না। এজন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।