ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালকিনিতে ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
কালকিনিতে ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একটিকে চুরির অভিযোগ উঠেছে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে।  

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভুরঘাটা এলাকার বেসরকারি নিরাময় হাসপাতালে এ ঘটনা ঘটে।

 

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী পরিবার কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের ফয়সাল সরদারের অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা খানমকে ভর্তি করা হয় কালকিনির ‘ভুরঘাটা নিরাময় হাসপাতালে’। পরে হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলামের মাধ্যমে পরীক্ষা করানোর পর আয়েশাকে জানানো হয় গর্ভে দুটি সন্তান রয়েছে। এজন্য দুটি বিছানা ও অপারেশনের জন্য প্রস্তুত হতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানকার গাইনি চিকিৎসক ডা. মুসলিমা জাহান ঐশী মঙ্গলবার বিকেলে সিজারিয়ান অপারেশন করে একটি ছেলে সন্তান দেন আয়েশার কোলে। অপর নবজাতকের বিষয়ে জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ প্রসঙ্গ এড়িয়ে বিষয়টি অস্বীকার করেন।

শিশুটির বাবা ফয়সাল সরদার অভিযোগ করে বলেন, ‘সিজারিয়ান অপারেশনের আগেও বলছে দুটি বাচ্চার কথা। পরে বলে গর্ভে ছিল একটি সন্তান। হাসপাতাল কর্তৃপক্ষ একটি বাচ্চা চুরি করেছে। আমি আমার অন্য আরেকটি সন্তানকে ফেরত চাই। পাশাপাশি এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচার চাই।

কালকিনির ভুরঘাটা নিরাময় হাসপাতালের প্রধান ও তথ্য প্রদান কর্মকর্তা হান্নান বেপারী বলেন, 'আমাদের এই হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রমূলক কাজ হইতেছে, তাই শিশুর পরিবার দুটি বাচ্চার কথা বলছে। যদি দুটি শিশুর কোনো প্রমাণ কেউ দেখাতে পারে তাহলে এই প্রতিষ্ঠান তালা মেরে আমরা সবাই চলে যাবো। ’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ ও নবজাতকের পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতাল ও আশপাশের এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।