ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
লালপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত   প্রতীকী ছবি

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. ইসলাম হোসেন (৫০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মো. আরিফ হোসেন (২৪) নামে আরেক যাত্রী।

 

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া বাজারের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
আহত আরিফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
নিহত ইসলাম হোসেন উপজেলার লক্ষণবাড়িয়া গ্রামের মো. এমাজ উদ্দিনের ছেলে। আহত আরিফ হোসেন একই উপজেলার ধরবিলা গ্রামের আব্দুর রহমানের ছেলে।  

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে দুজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোভ্যান  
সালামপুর থেকে লালপুরে যাচ্ছিল। পথে কচুয়া বাজারের পাশের রাস্তায় ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়েন যাত্রীরা। এতে ঘটনাস্থলেই মারা যান ইসলাম হোসেন নামে এক যাত্রী। এসময় গুরুতর আহত হন আরিফ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।