ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় পূর্বাচল সড়কে বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মুনতাসির মাসুদ (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার দুই সতীর্থ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (২০ ডিসেম্বর) পুলিশ বিষয়টি জানিয়েছে।
দুর্ঘটনার পর আহত অবস্থায় তাদের তিনজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মাসুদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এরা হলেন বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলের শিক্ষার্থী অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১)। তিনজনই বুয়েটের সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মাসুদ পরিবারের সঙ্গে গ্রিন রোডের বাসায় থাকতেন। তার বাবার নাম মাসুদ মিয়া। আর অমিত ও মেহেদী হাসান বুয়েটের আহসানউল্লাহ হলে থাকেন।
মাসুদের সহপাঠী ফাইয়াজ জানান, গত রাতে তিনজন এক মোটরসাইককেল নিয়ে ঘুরতে যান। সেখানে একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনজন আহত হন। পরে পথচারীরা তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। আহত অমিতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) রাশিদুল আলম জানান, ঘটনাটি রূপগঞ্জ থানা এলাকায়, নিয়ম অনুযায়ী ক্যান্টনমেন্ট থানা পুলিশ লাশের সুরতাল করছে। কারণ ঘটনার পরপরই তিনজনকেই কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানে মাসুদ মারা যান। মরদেহ এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে আছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বুয়েটের এক শিক্ষার্থী মারা গেছেন। এই ঘটনায় প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। তার নাম মুবিন আল মামুন (২০)। যতটুকু জানা গেছে গাড়িটি মামুনের পরিবারের। তবে এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এজেডএস/এইচএ/