ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিদেশগামী যাত্রী ও অ্যাম্বুলেন্স সেনানিবাসের ভেতর দিয়ে চলাচলের পরামর্শ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
বিদেশগামী যাত্রী ও অ্যাম্বুলেন্স সেনানিবাসের ভেতর দিয়ে চলাচলের পরামর্শ

ঢাকা: জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের যানজট এড়াতে বিদেশগামী যাত্রী এবং অ্যাম্বুলেন্সকে জাহাঙ্গীর গেট দিয়ে ঢাকা সেনানিবাসে প্রবেশ করে বিমানবন্দরের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট উপলক্ষে শনিবার (ডিসেম্বর ২১) দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিমানযাত্রী বহনকারী যানবাহন এবং অ্যাম্বুলেন্স জাহাঙ্গীর গেট দিয়ে ঢাকা সেনানিবাসে প্রবেশ করে বিমানবন্দরের দিকে গমন করতে পারবেন।

ইকোস অব রেভল্যুশন কনসার্টের গায়ক রাহাত ফতেহ আলী খান ও তার দল কোনো পারিশ্রমিকও নেবেন না। এছাড়া টিকিট বিক্রি থেকে আয়োজক সংস্থাও কোনো টাকা নেবে না। বিক্রীত টিকিটের পুরো টাকা জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারের কল্যাণে ব্যয় করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এমইউএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।