ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

যে দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করল আলমডাঙ্গাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
যে দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করল আলমডাঙ্গাবাসী

চুয়াডাঙ্গা: ঢাকাগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস আলমডাঙ্গা রেলস্টেশনে স্টপেজের দাবিতে ট্রেন আটকে অবরোধ ও মানববন্ধন করেছে আলমডাঙ্গাবাসী।  

শনিবার (৪ জানুয়ারি) বিকেলের দিকে আলমডাঙ্গা রেলস্টেশনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

 

এ সময় আন্দোলনকারীরা ব্যানার ফেস্টুন নিয়ে দুপাশের প্লাটফর্ম ও রেললাইনের ওপরে অবস্থান করেন। অবস্থানকারীরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি অবিলম্বে আলমডাঙ্গাসহ পার্শ্ববর্তী জেলার দুটি থানা মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার ইবি থানার সাধারণ মানুষের সুবিধায় স্টপেজ দেওয়ার দাবি তোলেন।

আন্দোলন চলাকালীন ট্রেনটি বিকেল ৪টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ৫০ মিনিট পর্যন্ত দেড় ঘণ্টা আটকে অবরোধের পর ঊর্ধ্বতন রেল কর্মকর্তাদের আশ্বাসের পর আবারও ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আন্দোলনকারীরা জানান, দেশের ঐতিহ্যবাহী আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনটি সাধারণ মানুষের রাজধানী ঢাকায় যাতায়াতের অন্যতম মাধ্যম। বৃহৎ উপজেলাবাসীর যাতায়াতের সুবিধার জন্য ঐতিহ্যবাহী আলমডাঙ্গা রেলস্টেশনে আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি দীর্ঘদিন থেকেই তুলে আসছেন আলমডাঙ্গাবাসী।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা নাগরিক কমিটির আহ্বায়ক সামসুল হক টুকু, সদস্য সচিব হাবিবুল করিম চনচল, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।