ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার 

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বাড়িবাথান গ্রামের মাঠ থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।  

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ওই উপজেলার বাড়িবাথান গ্রামের চরপাড়া মাঠ থেকে এ গ্রেনেডটি উদ্ধার করা হয়।

আরজে এসএম৩৬ গ্রেনেডটি র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট ধ্বংস করে।

ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সদরের চরপাড়া গ্রামের মাঠে পরিত্যক্ত জায়গায় বোমা সদৃশ কিছু একটা পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে ঘাসের ভেতরে থাকা একটি বোমা উদ্ধার করে।

উদ্ধারকৃত বোমাটি আরজে এসএম৩৬ গ্রেনেড বলে র‌্যাব নিশ্চিত হয়। পরে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি ওই মাঠের ভেতরে ধ্বংস করে। তবে গ্রেনেডটি কে বা কারা এখানে রেখে গেছে সেটি জানাতে পারেনি।

অভিযানকালে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।     

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।