রংপুর: গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা সংরক্ষণ ও সমৃদ্ধ করতে প্রেস কাউন্সিল গঠন করা হলেও বিগত দিনে তা বাস্তবায়ন করা যায়নি। এজন্য কার্যকর প্রেস কাউন্সিল গঠনের মাধ্যমে সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি স্থায়ী মিডিয়া কমিশন গঠন এবং নির্যাতিত-নিপীড়িত সাংবাদিকদের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর সুপারিশমালা তুলে ধরার কথা জানান।
তিনি বলেন, মানুষ অনলাইনের ওপর নির্ভরশীল হয়েছে সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল হয়েছে। আমরা বিগত ১৫ বছরে মূল ধারার সাংবাদিকরা ব্যর্থ হয়েছি রাজনৈতিক কারণে। হঠাৎ হঠাৎ করে যেসব অনলাইন মিডিয়া গড়ে উঠেছে সেসব সংবাদের ওপর বেশি বিশ্বাস করেছে। আমরা রাজনৈতিক প্রভাবের কারণে মূল ধারার সাংবাদিকরা ব্যর্থ হয়েছি। বড় বড় কর্পোরেট মালিকদের স্বার্থ হাসিলের জন্য মিডিয়াকে ব্যবহার করেছেন তাদের স্বার্থ রক্ষার জন্য। তখন দেখা গেছে সাধারণ মানুষের স্বার্থ ও ভোগান্তির বিষয়ে না লিখে তাদের কথাই লিখছেন মালিকদের কথামতো।
তিনি আরও বলেন, এ বাস্তবতা থেকে বের হতে গেলে বিধিমালা রয়েছে এখনই বাস্তবায়ন করা জরুরি।
সংস্কার কমিশন প্রধান আরও বলেন, আপনাদের বিষয়গুলো যথাযথভাবে সরকারের কাছে তুলে ধরতে পারি এবং তাদের সংস্কার কমিশনের প্রস্তাবগুলো সরকারকে মানাতে পারি আমাদের সুপারিশ মালা। তাহলে পরিবর্তন সম্ভব এবং অবশ্যই সে পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, ওয়েজবোর্ড খুবই টেকনিক্যাল একটি কাজ। এখানে জীবনযাত্রা মানে জন্য কতটুকু ব্যয় করতে হয় একটা পরিবারে। একজন সাংবাদিকের কি কি ঝুঁকি রয়েছে। একজন রিপোর্টারের কি কি দায়িত্ব রয়েছে। যারা প্রতিটি হাউসের ডেক্সে বসে কাজ করে তাদের একই রকম ঝুঁকি নয়। একটি হাউসে বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকরা কর্মরত রয়েছে। বিভিন্ন পদের বিভিন্ন দায়িত্বে বেতন অবকাঠামো ভাগ করা রয়েছে।
সুতরাং সেগুলো নির্ধারণের জন্য বিশেষজ্ঞ লাগে পাশাপাশি সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি ও দরকার হয়। সে কারণেই ওয়েজবোর্ডের কাজটি আমাদের নয়। সাংবাদিকদের সম্মানজনক জীবন ধারণের জন্যে ন্যূনতম বেতন এবং সম্মানজনক মর্যাদা পায়। সে বিষয়ে আমরা তুলে ধরব।
এ সময় বক্তব্য রাখেন সংস্কার কমিশনের সদস্য ড. গীতি আরা নাসরীন, শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, বেগম কামরুন নেসা হাসান, ফাহিম আহমেদ, মোস্তফা সবুজ ও আব্দুল্লাহ আল মামুন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু।
মতবিনিময় সভায় রংপুর বিভাগের দেড় শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
জেএইচ