ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা ছাড়া বস্তুনিষ্ঠতা আশা করা উচিত নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা ছাড়া বস্তুনিষ্ঠতা আশা করা উচিত নয়

ঢাকা: সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা ছাড়া বস্তুনিষ্ঠতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়  তিনি এ কথা বলেন।

কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত না, তাই সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন।

তিনি বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তা প্রতিষ্ঠানকে মোকাবিলা করাসহ সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ সুরক্ষা সামগ্রীও প্রতিষ্ঠানকেই সরবরাহ করতে হবে। এছাড়া সাংবাদিকদের ব্যাংক হিসেবে অস্বাভাবিক আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত হবে।

এ সময় জুলাই অভ্যুত্থানে আহত সাংবাদিকদের এখনো চিকিৎসা সহায়তা না পাওয়ার বিষয়টা বিস্ময়ের বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সচিব কাজী জিয়াউল বাসেত, সদস্য শামসুল হক জাহিদ কামরুন্নেসা হাসান, গীতি আরা নাসরিন, জিমি আমির, মোস্তফা সবুজ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীরা গণমাধ্যম সংস্কারে কমিশনকে বিভিন্ন পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।