ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাদকসেবনে নিষেধ করায় সাংবাদিক সাজ্জাদকে হত্যার হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
মাদকসেবনে নিষেধ করায় সাংবাদিক সাজ্জাদকে হত্যার হুমকি

ঢাকা: জমির সীমানা প্রাচীরের মধ্যে ঢুকে মাদকসেবন করতে নিষেধ করায় মো. সাজ্জাদ হোসেন নামে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

সাজ্জাদ হোসেন অনলাইন সংবাদমাধ্যম সকাল সন্ধ্যায় নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেন। তিনি এর আগে দৈনিক কালের কণ্ঠ, সমকাল ও আমাদের সময়সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

অভিযোগে সাজ্জাদ হোসেন বলেন, তিনি, তার সহকর্মী ও বন্ধুরা ১৫ জন মিলে ২০১৭ সালে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের ঝাউচর গ্রামে এক খণ্ড জমি কেনেন। এরপর থেকেই জমিটি ৫ ফুট উঁচু সীমানাপ্রাচীর দিয়ে ঘেরাও করে রাখেন তারা। সম্প্রতি স্থানীয় মাদকসেবী ও ব্যবসায়ীরা সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে সেখানে ইয়াবা ও ফেনসিডিল সেবন করে এমন তথ্য পাওয়া যায়।

গত ১৮ জানুয়ারি সকালে জমিতে গিয়ে স্থানীয় আব্দুর রহিমের দুই ছেলে মো. সুজন (২৫) ও মো. সুমনসহ (২২) অজ্ঞাত আরও ৭-৮ জনকে দেখতে পান সাজ্জাদ। তাদের জমিতে ঢুকতে নিষেধ করায় সাজ্জাদকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান সুজন-সুমন।

ভুক্তভোগী সাজ্জাদ বলেন, আমাদের জমিতে আমরা মাদকসেবীদের ঢুকতে নিষেধ করায় তারা উল্টো আমাদের হুমকি দেন, যেন আমরা জমিতে আর না যাই। জমিতে গেলে আমাদের মেরে ফেলা হবে।   ঘটনার পর খোঁজ নিয়ে জানতে পারি আমরা যার (স্থানীয় আব্দুর শুক্কুর) কাছ থেকে জমিটা কিনেছি সুজন ও সুমন তারই আপন ভাতিজা। পরে তাদের বিষয়ে আব্দুর শুক্কুরকে জানালে তিনি জানান, মাদকসেবী সুজন ও সুমন পরিবারের কারও কথা শোনেন না। তাদের অত্যাচারে পরিবারও অতিষ্ঠ। তাই এ বিষয়ে তাদের কিছু করার নেই। তাই নিরুপায় হয়ে থানায় অভিযোগ করতে হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব বলেন, সাংবাদিককে হত্যার হুমকির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত কর্মকর্তাকে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নিতে বলেছি।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এমএমআই/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।