বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা-১২) পৃষ্টপোষকতায় অর্ধ শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভেলুরপাড়া এনায়েত আলী হাইস্কুল মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এভারগ্রিন গ্রুপের ব্যবস্থাপনায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৠাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার মেজর এএফএম আজমল হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএসপি মো. আখিউল ইসলাম, র্যাব সদর দপ্তর, ঢাকা।
মেজর এএফএম আজমল হোসেন খান তার সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শীতবস্ত্র বিতরণের এ উদ্যোগ গ্রহণের জন্য এভারগ্রিন গ্রুপকে ধন্যবাদ জানান। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।
তিনি যুব সমাজকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে দূরে থেকে উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এমবিএইচ/জেডএস