গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. এমরান হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এসআই মো. এমরান হোসেন বাংলানিউজকে জানান, নিহত ছয় জনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সুনামগঞ্জের শাল্লা থানার গজেন্দ্রপুর এলাকার ইন্দ্রজিত দাসের ছেলে বাবুল চন্দ্র দাস (৪৫) ও একই এলাকার তুলশী দাসের ছেলে প্রাণ নাথ (৪৪), শেরপুরের নালিতাবাড়ি থানার ভুরুঙ্গা এলাকার আলী আহম্মেদের ছেলে উকিল মিয়া (৩০) ও জামালপুরের বকশিগঞ্জ থানার নিলক্ষিয়া এলাকার আবুল মিয়া স্ত্রী আমেনা খাতুন (৩৫)।
তিনি আরও জানান, সকালে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পশ্চিম পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বাস দাঁড়িয়ে ছিলো। এ সময় চৌরাস্তাগামী যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ ছয়জনের মৃত্যু ও পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬/আপডেট: ১২২০ ঘণ্টা
আরএস/জেডএস/এএটি/আরআই