বরগুনা: বরগুনার আমতলীতে আধুনিক পদ্ধতিতে মুগডাল চাষের মাধ্যমে উদ্যোক্তার আয় বৃদ্ধিকরণ শীর্ষক ভ্যালুচেইন উন্নয়ন প্রকল্পের স্টার্টআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংগঠন সংগ্রাম এ কর্মশালার আয়োজন করে।
আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে সংগ্রামের উপ-নির্বাহী পরিচালক চৌধুরী মুনীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলীর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম দেলওয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম বদরুল আলম, উপজেলা শিক্ষা অফিসার জাহিদ উদ্দিন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলিয়াস খান।
কর্মশালায় উপজেলার চাওড়া ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন থেকে ৪০ জন কৃষক অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
আরবি/