ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় বাল্যবিয়ে প্রতিরোধে যুবমেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
বরগুনায় বাল্যবিয়ে প্রতিরোধে যুবমেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাল্যবিয়ে প্রতিরোধে বরগুনার আমতলীতে যুবমেলা অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা: বাল্যবিয়ে প্রতিরোধে বরগুনার আমতলীতে যুবমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সাউথ এশিয়া পার্টনারশিপ (স্যাপ) বাংলাদেশ যৌন ও স্বাস্থ্য অধিকার সহায়ক প্রকল্পের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল মতিন, আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহিদ উদ্দিন, চাওরা  ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, আমতলীর সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন প্রম‍ুখ।

সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন- প্রজেক্ট ম্যানেজার সৈয়দ আবুল ফারাহ। মেলায় ২১টি ক্লাবের প্রায় ৫ শতাধিক কিশোর কিশোরী অংশ গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।