লালমনিরহাট: লালমনিরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক আবুল হোসেনের (৯০) দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
এর আগে শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জেলার প্রবীণ এ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে কিছু সময়ের জন্য তার মরদেহ রাখা হয় নামাটারীর নিজস্ব বাসার সামনে। সেখানে প্রিয় নেতা ও মুক্তিযুদ্ধের এ সংগঠককে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।
এসময় উপস্থিত ছিলেন-লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, রংপুর সদর আসনের সংসদ সদস্য টিপু মুনসী, লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, পুলিশ সুপার এসএম রশিদুল ইসলাম, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জাতীয় পার্টির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম মিঠু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা প্রমুখ।
আবুল হোসেন মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ১৭, ২০১৬
আরবি/পিসি