ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোবারকগঞ্জ চিনি কলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
মোবারকগঞ্জ চিনি কলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ মোবারকগঞ্জ চিনি কলের ২০১৬-১৭ আখ মাড়ায় মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

ঝিনাইদহ: ঝিনাইদহ মোবারকগঞ্জ চিনি কলের ২০১৬-১৭ আখ মাড়ায় মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মৌসুমের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ারদার।

এসময় বক্তব্য রাখেন- মৌচিক শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবি ও সাধারণ সম্পাদক অতিয়ার রহমান, আখ চাষি কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম প্রমুখ।

এ মৌসুমে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। চিনি উৎপাদন করা হবে সাড়ে সাত হাজার মেট্রিক টন। গত বছরে ৭০ হাজার ১৬১ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছে। চাষিদের কাছ থেকে ১১০ টাকা মণ দরে আখ কিনবে মিল কর্তৃপক্ষ। গত বছরের চেয়ে এবার পাঁচ টাকা দর বেশি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।