ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্র হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
স্কুলছাত্র হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্কুলছাত্র বাহার আলিফ (১৪) হত্যা মামলার প্রধান আসামি হৃদয় বেপারীকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্কুলছাত্র বাহার আলিফ (১৪) হত্যা মামলার প্রধান আসামি হৃদয় বেপারীকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে, সকালে ঢাকার মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হৃদয় সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদী গ্রামের মো. রাজন বেপারীর ছেলে। তিনি সিরাজদিখানের একটি বেকারিতে কাজ করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বাংলানিউজকে জানান, আলিফের দামী মোবাইল ফোন হাতিয়ে নেওয়া ও আগের বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছে হৃদয়।

হত্যায় ব্যবহৃত ছুরি ও আলিফের স্যামসং গ্যালাক্সি মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পুলিশ আলিফের মরদেহ উদ্ধার করে। পরে শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পাথরঘাটা কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।