ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ নভেম্বর মাসে সেরা বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা আসে।
এ সময় কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। কমিশনার পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান এবং সবাইকে পেশাদারিত্বের সাথে কাজ করে যাওয়ারও আহ্বান জানান।
নভেম্বর মাসে সেরা সহকারী পুলিশ কমিশনার হয়েছেন ডেমরা জোনের এস এম তারেক রহমান ও মিরপুর জোনের কাজী মাহবুবুল আলম।
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) কাজী মিজানুর রহমান গেন্ডারিয়া থানা; শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাজু মিঞা, ভাষানটেক থানা; শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশন্স) শেখ মো. শাহ আলম, পল্লবী থানা; শ্রেষ্ঠ এসআই যৌথভাবে মো. মোকলেছুর রহমান, যাত্রাবাড়ী থানা ও মিজানুর রহমান বাড্ডা থানা; শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে এএসআই হেলাল উদ্দিন মতিঝিল থানা ও এএসআই মো. বাবুল হোসেন, লালবাগ থানা; শ্রেষ্ঠ কনস্টেবল মো. কাউছার মিয়া, খিলক্ষেত থানা।
শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই বিল্লাল হোসেন জনি, যাত্রাবাড়ী থানা; শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার যৌথভাবে অফিসার ইনচার্জ মো. আবুল হাসান কোতয়ালী থানা ও অফিসার ইনচার্জ কাজী মিজানুর রহমান গেন্ডারিয়া থানা। শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার যৌথভাবে এসআই মোকলেছুর রহমান যাত্রাবাড়ী থানা ও এসআই মো. জহিরুল ইসলাম, লালবাগ থানা। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই মো. মিজানুর রহমান বাড্ডা থানা।
গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন ওয়ারী জোনাল (ডিবি-পূর্ব) টিমের মুকিত সরকার সহকারী পুলিশ কমিশনার, চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম (ডিবি-উত্তর) নিশাত রহমান মিথুন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম স্নিগ্ধ আখতার সিনি. সহকারী পুলিশ কমিশনার, ডিবি-পূর্ব বিভাগ, বিস্ফোরক উদ্ধারে শ্রেষ্ঠ টিম মোঃ শামছুল আরেফিন, সহকারী পুলিশ কমিশনার, ডিবি-দক্ষিণ বিভাগ, মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম ওয়ারী জোনাল (ডিবি-পূর্ব) টিমের মুকিত সরকার সহকারী পুলিশ কমিশনার, অজ্ঞান/মলম পার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম ধানমন্ডি জোনাল টিমের মো. রেজাউল করিম, ডিবি-দক্ষিণ বিভাগ।
ট্রাফিকের শ্রেষ্ঠ বিভাগ ট্রাফিক-পশ্চিম বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার আবু তৈয়ব মো. আরিফ হোসেন মিরপুর ট্রাফিক জোন, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর কাজী মাহবুব আলম, দারুসসালাম ট্রাফিক জোন, শ্রেষ্ঠ সার্জেন্ট মো. মাহবুবুর রহমান মিরপুর ট্রাফিক জোন।
বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন- সদর দপ্তর বিভাগ, মিরপুর বিভাগ, গুলশান বিভাগ, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ, পরিবহন বিভাগ, এস এ টু কমিশনার ও সিস্টেম অ্যানালিস্ট ডিএমপি, ঢাকা।
বিট পুলিশিং কার্যক্রমের ওপর পুরস্কার পেয়েছেন, মো. কামাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (চকবাজার জোন); মো. বদরুল হাসান, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল কোতয়ালী); মো. শফিকুল ইসলাম মোল্লা, অফিসার ইনচার্জ, শাহজাহানপুর থানা; মো. শামীম অর রশিদ, অফিসার ইনচার্জ, লালবাগ থানা; ভূইয়া মাহবুব হাসান, অফিসার ইনচার্জ, মিরপুর থানা।
বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
পিএম/এমজেএফ