ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় হত্যার ঘটনায় ৪৩ জনকে আসামি করে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
নলডাঙ্গায় হত্যার ঘটনায় ৪৩ জনকে আসামি করে মামলা

নাটোরের নলডাঙ্গা উপজেলার কোঁচকুড়ি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আব্দুস সামাদ মোল্লা (৪০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ৪৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার কোঁচকুড়ি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আব্দুস সামাদ মোল্লা (৪০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ৪৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় নিহতের স্ত্রী আশুরা বেগম বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, তদন্তের স্বার্থে আসামিদের নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) নলডাঙ্গা উপজেলার কোঁচকুড়ি গ্রামে খাস জমি দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আব্দুস সামাদ মোল্লা (৪০) নামে এক ব্যক্তি নিহত ও কমপক্ষে সাতজন আহত হয়। আহতদের মধ্যে সোহরাব হোসেন (৩৮) ও আব্দুর রশিদকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসম্বের ১৮, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।