ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধুনটে ৩২০ বস্তা চিনি জব্দ, আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
ধুনটে ৩২০ বস্তা চিনি জব্দ, আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার ধুনটে ৩২০ বস্তা (৬ টন) চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে ৩২০ বস্তা (৬ টন) চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল ৫টার দিকে উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামের নুরুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ সদরের নলছাপড়া গ্রামের জামাল শেখের ছেলে আমিনুর রহমান (৩৫), সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঠেকুরিয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৩২) ও সোনার উদ্দিন (৪০)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফারুকুল ইসলাম বাংলানিউজকে জানান, ভুতবাড়ি গ্রামের নুরুল ইসলামের বাড়িতে দেশবন্ধু নামে প্যাকেটে ৫০ কেজি ওজনের ৩২০ বস্তা চিনি দু’দিন আগে মজুত করা হয়।

সকালে দেশবন্ধু প্যাকেট খুলে ইগলু নামে প্যাকেটে ৩২০ বস্তা চিনি ভর্তি করা হচ্ছিল। এ সময় ৩২০ বস্তা চিনিসহ তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। এসময় বাড়ির মালিক নুরুল ইসলাম পালিয়ে যান।

এদিকে, জব্দকৃত ৩২০ বস্তা চিনির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি আটক ব্যক্তিরা। তবে, চোরাই সন্দেহে চিনির বস্তাগুলো জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।