ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ৯ বছর পর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ৯ বছর পর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।  

উদ্বোধক ছিলেন- জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল।  
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।

পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, শেখ জামান রিপন ও জাকির আল মামুন।

২০০৬ সালে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এরপর সেখানে আর সম্মেলন হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।