ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী দিবসে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী দিবসে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা: গাইবান্ধায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে স্থানীয় কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় দিবসটির নানা তাৎপর্য তুলে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামছুল আজম।

এসময় আরও বক্তব্য রাখেন-সোনালী ব্যাংকের ডিজিএম হাসিমুদ্দিন, জনতা ব্যাংকের এজিএম হাবিবুর রহমান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আতিকুর রহমান, সাংবাদিক সরকার শহিদুজ্জামান, রেখা খাতুন ও রাহেলা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।