গাইবান্ধা: বিশেষ বিধানযুক্ত বাল্যবিয়ে নিরোধ আইন বাতিল এবং মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর বহাল রাখার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা শহরে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠন কার্যালয় চত্বরে জেলা সভাপতি রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সহ সভাপতি সুভাসিনী দেবী, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, পারুল আকতার প্রমুখ।
বক্তারা বলেন-বিধান যুক্ত বাল্যবিয়ে নিরোধ আইন যদি বাতিল না করা হয় তাহলে সামাজিক অবক্ষয়কে রোধ করা সম্ভব হবে না। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরএ