গাজীপুর: গাজীপুরের টঙ্গী বাজারে অভিযান চালিয়ে বিক্রির সময় টিয়া, ময়না, শালিক, বেজি ও সাপ জব্দ করেছে বাংলাদেশ বন বিভাগের কর্মকর্তারা।
রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় বন বিভাগের কর্মকর্তা এএসএম জহির আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বন্যপ্রাণি পরিদর্শক নিগার সুলতানা বাংলানিউজকে জানান, প্রতি রোববার এ বাজারে অবৈধভাবে বন্যপ্রাণিসহ বিভিন্ন ধরনের পশু-পাখি কেনা-বেচা হয়। এমন খবরে অভিযান চালিয়ে ১০টি টিয়া, ৮টি শালিক, ২টি ময়না ও একটি বেজিসহ দশটি বিভিন্ন জাতের সাপ জব্দ করা হয়। এ সময় বিক্রেতারা পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দেশীয় বন্যপ্রাণি তথা পাখি ধরা, মারা বা ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরএস/ওএইচ/আইএ