ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
ঝালকাঠিতে স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠিতে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচার ও লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারের দাবিতে ২৪ ঘণ্টা ধর্মঘট পালন করছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

ঝালকাঠি: ঝালকাঠিতে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচার ও লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারের দাবিতে ২৪ ঘণ্টা ধর্মঘট পালন করছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।

সকাল ১১টায় শহরের ডাক্তারপট্টি সড়কে ডাকাতির প্রতিবাদ জানিয়ে মুখ কালো কাপড় বেঁধে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে স্বর্ণ ব্যবসায়ীরা ডাকাতির লুট হওয়া বাকি ৭৪ ভরি সোনার গহনা উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন- ঝালকাঠি জুয়েলার্স সমিতির সভাপতি দেবব্রত কর্মকার, সহ-সভাপতি চঞ্চল কর্মকার, সাধারণ সম্পাদক দিপক কর্মকার, যুগ্ম-সম্পাদক ইউসুফ হাওলাদার, ক্ষতিগ্রস্ত মুসলিম গিণি হাউজের মালিক মো. শাহজাহান হাওলাদার।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।