নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় ইউএনও পার্কের উন্নয়নের কাজে বাধা ও দুই কর্মচারিকে মারপিটের অভিযোগে মীর মজনু (৫৮) নামে এক ব্যক্তিকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা খানম এ আদেশ দেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলা পরিষদ অফিসের তীর ঘেষে বয়ে যাওয়া বড়াল নদীর রেলওয়ে ব্রিজসহ দু’টি ব্রিজ সংলগ্ন এলাকায় সম্প্রতি গড়ে তোলা ইউএনও পার্কে সীমানা পিলার দেওয়া হয়। মজনু ওই পিলারগুলোর চারটি পিলার ভেঙ্গে ফেলেন। এ সময় তাকে বাধা দিলে ভূমি অফিসের দুই কর্মচারিকে তিনি মারপিট করেন। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় মজনুকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এনটি