কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে আসাদুজ্জামান নূর আনন্দ (৪০) নামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন তার মা।
পরে পুলিশ আসাদুজ্জামানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তার এ কারাদণ্ডাদেশ দেন।
আসাদুজ্জামান কুমারখালী উপজেলার ছেউড়িয়া গ্রামের জাকারিয়া হোসেনের ছেলে।
আসাদুজ্জামানের মা বাংলানিউকে জানান, আসাদুজ্জামান প্রায়ই নেশার টাকার জন্য তাকে মারধর করতেন। তাই অতিষ্ঠ হয়ে তিনি বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের জানান।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আসাদুজ্জামানের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ করেন তার মা। এরই পরিপ্রেক্ষিতে বিকেলে উপজেলার ছেউড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এজি/পিসি