রাজশাহী: মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ’র সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ লাইভস্টক সোসাইটির (বিএসএল) প্রতিনিধিরা।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজশাহী সার্কিট হাউস কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার।
এতে বক্তব্য রাখেন- লাইভস্টক সোসাইটির সাধারণ সম্পাদক ডা. হেমায়েতুল ইসলাম আরিফ, সহ-সাংগাঠনিক সম্পাদক সেলিনা বেগম, ভেটেরিনারি স্টুডেন্ট ফেডারেশনের সহ-সভাপতি ডা. জাকির হোসেন।
সভা চলাকালে বাংলাদেশ লাইভস্টক সোসাইটির কোষাধক্ষ্য এনামুল হক লাইভস্টক ভিলেজের জন্য এক খণ্ড জমি এবং ১ দিনের মুরগির বাচ্চার দাম কমানোর জন্য মন্ত্রীর কাছে আবেদন করেন।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এসএস/বিএস